দেশজুড়ে

জাতিসংঘে বাংলার দাবিতে ফেনীতে চলছে ভোট

বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে ফেনীতে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে ফেনীতে চলছে ভোটগ্রহণ।

Advertisement

ক্যাম্পেইন সফল করতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ জহির রায়হান মিলনায়ন চত্বরে ভোট দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভাষা সৈনিক জিয়া উদ্দিন চৌধুরী।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

ক্যাম্পেইনের উদ্বোধক জিয়া উদ্দিন আহম্মদ এ সময় বলেন, কলা পাতায় লেখালিখি/বাংলা ভাষায় কথা শিখি/চল ভাই পাঠশালায় যাই। নুরুল আমিনের গর্দান চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই- এসব স্লোগান দিয়ে আমরা মাতৃভাষার সংগ্রামে জড়িয়ে পড়ি।

Advertisement

মাতৃভাষার সংগ্রাম থেকে স্বাধীনতা সংগ্রাম চূড়ান্ত মুক্তির আন্দোলনে রূপ নেয়। বিশ্বের ৩০ কোটি জনগোষ্ঠীর ভাষা বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি একটি যৌক্তিক দাবি।

জাগো নিউজের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, ফেনী প্রেস ক্লাবের সহ-সভাপতি তমিজ উদ্দিন, শাহ আলম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন ও দপ্তর সম্পাদক দিদারুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেনী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

এ সময় ভোট দিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও উপস্থিত জনতা জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিকে সমর্থন জানায়।

Advertisement

জহিরুল হক মিলু/এএম/আরআইপি