সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে গিয়ে এবছর হৃদরোগ এবং বার্ধক্যজনিত কারণে এপর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২২ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। মক্কা বাংলাদেশ হজ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মক্কায় ২১, মদিনায় ৬ এবং জেদ্দায় এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে অনেকের মরদেহ জানাজা শেষে মক্কা এবং মদিনায় দাফন করা হয়েছে। কারও মৃতদেহ দেশে পাঠানো হবে না বলে সূত্র জানিয়েছে।হজ মিশনের তথ্যমতে, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৮ হাজার ৬৮৩ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়ার ২২৫টি ফ্লাইটে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশে ৮৫ হাজার ৩১৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।
Advertisement