তথ্যপ্রযুক্তি

ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে কেন?

সোশ্যাল মিডিয়ায় সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে! সাম্প্রতিক এক গবেষণার সূত্র ধরে এমনই তথ্য সামনে নিয়ে এসেছে ‘নিউ সায়নটিস্ট’।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের গবেষক সিনান আরল এবং তাঁর সহকর্মীদের মতে, গত ২০০৬ ও ২০১৭ সালে প্রায় ১ লাখ ২৬ হাজার ভুল তথ্য টুইট করা হয়েছে। এই ভুল তথ্যগুলো সঠিক তথ্যের তুলনায় ৭০ শতাংশ রি-টুইট করা হয়েছে।

গবেষকদের দাবি, একটি সঠিক তথ্য ১৫শ' সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অনেকটা সময় লাগে। সেই তথ্যটি কম করে ৬ বার টুইট না করা পর্যন্ত ১৫শ' সংখ্যক লোক সেটি দেখতে পান না।

কেন ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে? এ নিয়ে গবেষকরা মনে করেন, ভুল তথ্যগুলো এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার ফলে সেই তথ্যগুলো আমাদের সত্যি বলে মনে হয়। শুধু তাই নয় অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে কিংবা বিরক্ত হয়ে সেই তথ্যগুলো শেয়ার করি।

Advertisement

উদাহরণ স্বরূপ, ২০১২ এবং ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলেন গবেষকরা।

এএ