আন্তর্জাতিক

মমতার চমক

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সদ্য বিপুল জয় পেয়েছে বিজেপি। এরপর পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে রাজ্যের বিরোধী দলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দোপাধ্যায়। তাতে সমঝোতার জল্পনা বাড়ছিল।

Advertisement

আর সে সম্ভাবনা মমতা আরও বাড়িয়ে দিলেন রাজ্যসভা নির্বাচনে বাংলার পাঁচটি আসনের একটিতে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে তৃণমূলের সমর্থন করার কথা জানিয়ে।

শুক্রবার দলের কোর কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দিয়েছেন মমতা নিজেই। অবশ্য অভিষেক মনু সিঙ্ঘভির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কংগ্রেস।

গতকালের বৈঠকে মমতা জানান, রাজ্যসভা নির্বাচনে চারটি আসনে তৃণমূল লড়বে, আরেকটি আসনে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন দেয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার ফলে অভিষেক মনু সিঙ্ঘভির জয় প্রায় নিশ্চিত হয়ে গেল।

Advertisement

অবশ্য এরআগেও কংগ্রেসকে জোটবার্তা দিয়েছিলেন মমতা, কিন্তু তাতে রাজি হননি রাহুল গান্ধী।

সূত্র: আনন্দবাজার।

এনএফ/এমএস

Advertisement