দেশজুড়ে

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহম্মদ নগর এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হন। নিহত আবুল কাশেম (৪৫) ঝিনাইগাতী বাজারের থানা রোড এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। এছাড়া শেরপুর শহরের আখের মামুদ বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মনির উদ্দিন চঞ্চল নামে সত্তোরোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইগাতী বাজার থেকে ঢাকাগামী এসআর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আহম্মদ নগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আবুল কাশেম ঘটনাস্থলেই নিহত হন। এসময় ইজিবাইক চালকসহ আরো চারজন আহত হন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদিকে, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে শেরপুর-শ্রীবরদী সড়কের ধার ধরে হাঁটছিলেন শহরের আখের মামুদ বাজার এলাকায় বাসিন্দা মনির উদ্দিন চঞ্চল। এসময় পেছন দিক থেকে একটি ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাকে চাপা দিয়েই চালক দ্রুত তার ইজিবাইক চালিয়ে পালিয়ে যান। হাকিম বাবুল/এমজেড/পিআর

Advertisement