খেলাধুলা

হারের দায় ব্যাটসম্যানদের : মাহমুদউল্লাহ

ভারত দলে ছিলেন না বিরাট কোহলি। বিশ্রামে আছেন ধোনিসহ নিয়মিত দলের ছয় ক্রিকেটার। তাই অনেকটা দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে টাইগাররা।

Advertisement

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এই হারের সব দায় আমাদের ব্যাটসম্যানদেরই। কারণ, আমরা বোলারদের ভালো একটি পুঁজি এনে দিতে পারিনি। এরপরও বোলাররা অনেক চেষ্টা করেছে। রুবেল, তাসকিন, মোস্তাফিজ ভালো করেছে। এটা ইতিবাচক দিক। তবে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে আরও ভালো করতে হবে।’

উইকেট একটু ধীর ছিল। বল ব্যাটে এসেছে দেরিতে। তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট নিয়ে আমার কোন অভিযোগ নেই। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ১৭০-১৮০ রান অনায়াসে করা সম্ভব। তবে আমরা নিজেরাই ভালো করতে পারিনি। আরও ভালোভাবে বলতে গেলে আমরা ব্যাটসম্যানরাই কাজে লাগাতে পারিনি।’

সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Advertisement

এমআর/এমএস