রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ১১ মাসের শিশু ফাতেমা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
Advertisement
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাতেমা। বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় ফাতেমা ও তার বাবা মাসহ মোট চারজনকে বার্ন ইউনিটে ভর্তি হয়। কিন্তু শিশু ফাতেমা আজ দুপুরে মারা যায়।
তিনি আরও বলেন, দগ্ধ বাকি চারজনের মধ্যে দুই জন এখনও চিকিৎসাধীন। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
Advertisement
উল্লেখ্য, বুধবার রাত ৯টায় কল্যাণপুরের ২ নম্বর রোডের ৫/১ নম্বর ভবনের ৪র্থ তলায় রান্না ঘরের চুলার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের একজন ছিল শিশু ফাতেমা।
সাদ্দাম হোসাইন/এএইচ/পিআর