আন্তর্জাতিক

ভাঙ্গনের সুর স্পেনে

স্কটল্যান্ডে স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটের রেশ না কাটতেই এবার স্পেনের কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠানে ডিক্রি জারি করেছেন অঞ্চলটির প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।স্কটল্যান্ডে ‘না’ ভোট বেশি পড়ায় যুক্তরাজ্যে স্বস্তি ফিরে এলেও কাতালোনিয়ার শনিবারের এ ঘোষণায় অস্বস্তি সৃষ্টি হয়েছে স্পেন শিবিরে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এ ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।দেশটির উত্তর-পূর্বের বার্সালোনায় আঞ্চলিক সরকারের সদরদফতরে ওই অঞ্চলের প্রেসিডেন্ট আর্তার মাস শনিবার এক ডিক্রিতে স্বাক্ষর করেন। ডিক্রি অনুযায়ী আগামী ৯ নভেম্বর কাতালোনিয়ার স্বাধীনতার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।এ ডিক্রি জারির পরপরই আগামী সোমবার বিশেষ কেবিনেট বৈঠক ডেকেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিনো রাজোয়। গণভোটের বিষয়টি চ্যালঞ্জ করে সাংবিধানিক আদালতে যাওয়ার ব্যাপারে ওই বৈঠকে আলোচনা হবে।অনেক কাতালান জানিয়েছেন, সম্প্রতি ব্রিটেনে স্কটল্যান্ডে গণভোটের বিষয়টি তাদের দাবি আদায়ে উদ্বুগ্ধ করেছে। গণভোটের তারিখ ঘোষণার পরপরই অনেক কাতালানকে ‘স্বাধীনতা’ স্লোগান ও পতাকা নিয়ে রাজপথে নামতে দেখা গেছে।প্রসঙ্গত, গত কয়েক বছরে কাতালান অঞ্চল অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এ ছাড়া স্পেনজুড়ে স্প্যানিশের পাশাপাশি কাতালান ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

Advertisement