ফিচার

ওরাংওটাংয়ের ধূমপানের ভিডিও ভাইরাল

চিড়িয়াখানায় প্রাণি দেখতেই গিয়েছিলেন তিনি। ঘুরতে ঘুরতে সিগারেটও টেনেছেন। হাঁটতে হাঁটতে ওরাংওটাংয়ের খাঁচার সামনে এসেই সিগারেটটা ফেললেন ওই দর্শনার্থী। কাছে পেয়েই সিগারেটটি তুলে টানতে শুরু করলো ওই প্রাণি। সেই দৃশ্য চোখ এড়ায়নি ক্যামেরারও। ফলে ভাইরাল হতেও সময় লাগেনি।

Advertisement

ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার বানদুংয়ের একটি চিড়িয়াখানায়। ওই চিড়িয়াখানার কোনো এক দর্শনার্থী ছুঁড়ে ফেলেছিলেন জ্বলন্ত সিগারেট। আর মাটি থেকে তুলে টানতে শুরু করলো ওরাংওটাং। সিগারেট টানার স্টাইল দেখে মনে হচ্ছে যেন চেন স্মোকার।

জানা যায়, ইন্দোনেশিয়ায় ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি। ফলে যেখানে সেখানে ধূমপান করতে দেখা যায় সে দেশের জনগণকে। কিন্তু এভাবে বন্যপ্রাণীর সিগারেট পানের বিষয়টি বড় অস্বস্তিতে ফেলে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। এ বিষয়ে চিড়িয়াখানার মুখপাত্র জানান, ভিডিওটি খুবই অস্বস্তিকর। ঘটনার সময় গার্ড বাথরুমে গিয়েছিল। ফলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা সত্যিই লজ্জিত।

ভিডিওটি - 

Advertisement

এসইউ/পিআর