প্রবাস

ইতালিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ইতালিতে বাংলাদেশ রোম দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টায় দূতাবাসের হল রুমে এ দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল সোবহান সিকদারের সভাপতিত্বে এবং প্রথম সচিব ইরফানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ৭ মার্চের বাণী পাঠ করেন ইকনোমিক কাউন্সিলর মানষ মিত্র এবং প্রথম সচিব শেখ সালেহ আহমেদ। আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব ইরিন ইসলাম, রফিকুল আলম।

আলোচনা সভায় উপস্থিত সবাইকে বড় পর্দায় ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

Advertisement

এমআরএম/জেআইএম