অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার সমুদ্র উপকূলে ভাসমান উদ্ধার ১৫৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পর তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাদের হস্তান্তর করা হয়। অপরদিকে, ৩০ জুলাই আরো ১৫৯ জনকে দেশে ফিরিয়ে আনার কথা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) কর্তৃপক্ষ। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মাধ্যমে শুক্রবার দুপুরে ১৪৬ জন ও বৃহস্পতিবার রাতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ৯ শিশুকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়। ১৫৫ জনের মধ্যে কেউ কোন অপরাধী না হওয়ায় সবাইকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়।তিনি আরো বলেন, ওই ১৫৫ জন দেশের ১৪ জেলার বাসিন্দা রয়েছে। জিজ্ঞাসাবাদকালে ফেরত বাংলাদেশিরা ৭০ জন দালালের নাম উল্লেখ করেছেন। মানবপাচারের অভিযোগে ওই ৭০ দালালের ১৪টি জেলায় একটি করে মামলা দায়ের করা হবে। এর আগে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে ঘুমধুম সীমান্ত দিয়ে ১৫৫ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়। এরপর তাদের রাখা হয় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে। সেখানে জেলা ও পুলিশ প্রশাসন সকলের তথ্য যাচাই বাছাই শেষে শুক্রবার স্বজনের কাছে হস্তান্তর করেছে। এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানিয়েছেন, ৩০ জুলাই আরো ১৫৯ জনকে আনার কথা রয়েছে। মিয়ানমারের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
Advertisement