গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা জাহাঙ্গীর আলম (২৮) নামে অপর এক যুবক আহত হন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ইক্ষু ফার্ম এলাকার নাসিরাবাদ নামকস্থানে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রনি মিয়ার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের আজাদ মোড় এলাকায়। তিনি ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা লোকাল যাত্রীবাহী বাস (ঢাকা মেট্র-জ-১৪-২৪৪৫) নাসিরাবাদ এলাকায় পৌঁছলে বিপারীত দিক থেকে আসা ঘোড়াঘাটগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রনি মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সঙ্গে থাকা জাহাঙ্গীর আলম গুরুত্বর আহত হন। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের মরদেহ ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। অমিত দাশ/এমজেড/পিআর
Advertisement