লাইফস্টাইল

যে ৪ সময়ে পানি খাওয়া জরুরি

সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। সেই পানি অবশ্যই হতে হবে শতভাগ বিশুদ্ধ। দিনের কখন কতটা পানি পান করছেন তার ওপর নির্ভর শরীরের বিভিন্ন কার্যকলাপ। তাই দিনের এই ৪ সময় পানি অবশ্যই খান। এই সময়গুলোয় আপনি পানি খাচ্ছেন কিনা তার নির্ধারণ করে আপনার সুস্থা থাকা।

Advertisement

আরও পড়ুন : যেভাবে চুলের অকালপক্কতা দূর করবেন

ঘুম থেকে জেগেঘুম থেকে উঠে ১ গ্লাস পানি খান। এই পানি আপনার শরীরের সব অঙ্গ যেমন সক্রিয় করে তুলবে, তেমনই খাওয়ার আগে শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করবে।

খাওয়ার আগেখাওয়ার ৩০ মিনিট আগে ১ গ্লাস পানি খান। এই পানি আপনার পৌষ্টিক রসের ঘনত্ব পাতলা করে হজমে সাহায্য করবে। খাওয়ার এক ঘণ্টা আগে পানি খেলে শরীরে খাবারের পুষ্টিগুণের শোষণ ভালো হবে।

Advertisement

গোসলের আগেগোসলের আগে ১ গ্লাস পানি খান। আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন : সুস্থ থাকতে টিটক্স

ঘুমানোর আগেঘুমাতে যাওয়ার ১ ঘণ্টা আগে ১ গ্লাস পানি খান। যা সারা রাত শরীরে ফ্লুইডের ঘাটতি মেটাতে সাহায্য করবে।

এইচএন/আরআইপি

Advertisement