খেলাধুলা

চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বেলা ১টা ৩৫ মিনিটে দুই আম্পায়ার এই ঘোষণা দেন। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। গতকাল মাঝরাত থেকেই চট্টগ্রামে ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না থামায় বাধ্য হয়ে আম্পায়াররা চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।  এর আগে আলো স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছিল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা। এখনো ১৭ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আলো স্বল্পতা এবং বৃষ্টি বাধার আগে দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে প্রোটিয়ারা ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশের কোন বোলারই প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে প্রভাব বিস্তার করতে পারেননি। স্টিয়ান ভ্যান জিল ৩১ এবং ডিন এলগার ২৮ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ ও বাংলাদেশ ৩২৬ রান করে।আরটি/এমআর/এমএস

Advertisement