ওয়ানডে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বিশ্বকাপ জয়ী এই দল। ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো, লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে এবং তিন ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, দুসান শানাকা এবং ধনঞ্জয় ডি সিলভাসহ পাঁচ নতুন মুখ জায়গা পেয়েছেন দলে।দল থেকে বাদ পড়েছেন দিনেশ চান্ডিমাল এবং লাহিরু থিরিমান্নে। লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন দলে ফিরেছেন ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা। চলমান ওয়ানডে সিরিজে ছিলেন না এই তারকা। সর্বশেষ ২০১২ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন কুলাসেকারা। প্রধান নির্বাচক কাপিলা বিজেগুনাবর্ধনে বলেন, ‘আমাদের একটি তারুণ্য নির্ভর দল থাকা দরকার, যাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপের আগে একটি ক্রমবর্ধমান পরিবর্তনশীল সময় আমরা কাটিয়ে উঠতে পারি। তাদেরকে মাঠে নামিয়ে পরখ করে দেখা দরকার।’আগামী ৩০ জুলাই এবং ১ আগস্ট দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।শ্রীলংকা দল: লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), তিলকারাত্নে দিলশান, কুশাল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঙ্গেলো ম্যাথুজ, দুসান শানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্দো, চাতুরাঙ্গা ডি সিলভা. মালিন্দা সিরিবর্ধনে।আরটি/এমআর/এমএস
Advertisement