প্রবাস

সিডনির ‘এলাইভ’ উৎসবে বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত শনিবার দিনব্যাপী এলাইভ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের মঞ্চ পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশি প্রবাসীরা।

Advertisement

রোকসানা বেগমের পরিচালনায় ‘কিশোলয় কচিকাঁচা’ মঞ্চে অংশ নেন। ব্যান্ড দল ‘মাচা’ পরিবেশিত ‘বাংলার গান গাই’ স্লোগানে আদিল, আলী, এহসান, রাকিব ও সুবির গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন- ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি মাসুদ চৌধুরী বলেন, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো ইঙ্গেলবার্ন এলাইভে আমাদের অংশগ্রহণ স্থানীয় কমিউনিটিতে সাংস্কৃতিক প্রসার ঘটাবে, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মের জন্য সাংস্কৃতিক চর্চার পথ সুগম হবে।

মঞ্চে স্থানীয় কমিউনিটির বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দুই পাশের রাস্তাজুড়ে ছিল রকমারি খাবারের আয়োজন। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

Advertisement

এমআরএম/এমএস