ফিচার

মশা দূর করার ৭ পরামর্শ

মশা নিয়ে আলোচনা চারদিকে। এই মশার কামড়েই হতে পারে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ। জেনে নিন মশা দূর করার ৭ টিপস।

Advertisement

১. কয়লার আগুনে নিমপাতা পোড়ানো ধোঁয়া মশা তাড়াতে সহায়তা করে।

২. ঘরে হলুদ রঙের আলো ব্যবহার করুন। এতে মশার উপদ্রব কমে যাবে। কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকে।

৩. ঘরে ফ্যান ব্যবহার করুন। ফ্যানের বাতাস মশা তাড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকর।

Advertisement

৪. গাঢ় রঙের কালারের পোশাক বর্জন করুন। কারণ কিছু প্রজাতির মশা গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয়।

৫. ব্যবহৃত শুকনো চা পাতার ধোঁয়া ঘর থেকে মশা দূর করে।

৬. রসুনের স্প্রে ব্যবহার করুন। এই স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী।

৭. ঘুমানোর সময় শরীরে সুগন্ধি বা লোশন ব্যবহার করুন। কারণ মশা সুগন্ধি থেকে দূরে থাকে।

Advertisement

এএ/আরআইপি