বলিউড তারকা ইরফান খানের বিরল রোগের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম। দীর্ঘ ১৫ দিন অসুস্থ থাকার পর পরীক্ষা নিরীক্ষা করে তার এই রোগের সন্ধান করেন ইরফানের চিকিৎসক। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, দুরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইরফান খান।
Advertisement
বলা হয়েছে, বর্তমানে ইরফান কোকিলাবেন হাসপাতালেই অবস্থান করছেন। এবং শুরু হয়েছে তার প্রাথমিক চিকিৎসসা। চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের ক্যান্সার সাধারনত মরনঘাতী হয়ে থাকে,চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে এর নিরাময় করা সব সময় সম্ভব হয়না। গগিরই উন্নত চিকিৎসার স্বার্থে ব্রেনের এই ক্যান্সারটিকে আরো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলেও জানিয়েছেন তারা।
তবে এর বিপরীতেও কিছু সংবাদ এসেছে। সেসব সংবাদে বলা হয়েছে, ইরফান খানের ক্যান্সার হওয়ার খবরটি গুজব। এখনও জানা যায়নি কোন দূরারোগ্য অসুখে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
আরএএইচ/এমএবি/আরআইপি
Advertisement