খেলাধুলা

অবস্থান পরিবর্তন হলেও গোলের জন্যই খেলবো : মেসি

বাঁ-পায়ের জাদুতে এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে কোন দলকে দুমড়ে মুচড়ে জয় এনে মেসির কোন তুলনা নেই। লা লিগার শেষ ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে ফ্রি-কিকে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত জয়। এ জয়ে শিরোপা জয় অনেকটা নিশ্চিত দলটির।

Advertisement

এদিকে এ ম্যাচে মেসির কিছুটা নিচে নেমে খেলায় গুঞ্জন ছড়ায় মাঠে নিজের অবস্থান পরিবর্তন করছেন এই তারকা। তবে নিজের অবস্থান পরিবর্তন করলেও ম্যাচে গোল করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মেসি।

অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে কিছুটা নিচে নেমে খেলেন মেসি। নিজে বল তৈরি করে ফরোয়ার্ডদের সুযোগ তৈরি করে দেয়াই ছিল তার কাজ। তবে ম্যাচে তার গোলের মানসিকতা একটুও কমেনি।

নিজের অবস্থান নিয়ে মেসি জানান, ‘গত বছর থেকেই আমি একটু নিচে নেমে খেলা শুরু করেছি। বিগত বছরগুলোতে আমি আরও সামনের দিকে খেলতাম। তবে এটা সত্যি আমি এখনো গোল করতে চাই।’

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচের স্মৃতিচারণ করে মেসি আরও জানান, ‘চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম ম্যাচ ছিল শাখতারের বিপক্ষে। আমরা আগেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই হওয়ায় 'বি' টিমের অনেককে ওই ম্যাচে সুযোগ দেয়া হয়। আমরা ভালো একটি টিমের বিপক্ষে খেলে হেরে যাই। ম্যাচটি ছিল দুর্দান্ত।’

ইউরপিয়ান চ্যাম্পিয়ন্সশিপে এখন পর্যন্ত ১০০ এর মত গোল করেছেন এই তারকা। এই গোলগুলোর মধ্যে অনেকগুলোই তার স্মৃতিতে আছে। গোলগুলো নিয়ে মেসি জানান, ‘আমি সবসময়ই আমার গুরুত্বপূর্ণ গোলের কথা মনে রাখি। এর মধ্যে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা সেমি ফাইনালেরটা অন্যতম। এছাড়া এ টুর্নামেন্টে আমার কিছু সুখস্মৃতি আছে। আমি খেলতে পছন্দ করি।’

এমআর/পিআর

Advertisement