দেশজুড়ে

গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ : নিহত ৪

গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলেই লেগুনার যাত্রী। নিহতরা হলেন, লেগুনার চালক গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার হযরত আলীর ছেলে সাইদুর (২০)। নাওজের এলাকার মনি আক্তার (২৬), কেয়া কসমেটিকস কারখানার কর্মচারি সোহেল মিয়া (৩০) তিনি পটুয়াখালী জেলার ছোট সিবা গ্রামের আব্দুল বাশারের ছেলে। নিহত অপর এক পুরুষের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকার জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), চান্দনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কুদ্দুস (২৪), টঙ্গীর কামাল উদ্দিনের ছেলে মামুন (২৫), বাচ্চু মিয়ার ছেলে পমির (২৮),  রফিক উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত নারী (৩০)। এদের মধ্যে এনামুল, পমির ও মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। অপর তিনজন গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহার আলম জাগো নিউজকে জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনার চালক, হেলপার ও দুই যাত্রী নিহত হন। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী লেগুনাটি বেপরোয়া গতিতে আসছিল। এক পর্যায়ে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই সড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লেগুনাটি সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাকি হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ লেগুনা ও কাভার্ড ভ্যান আটক করেছে।                          মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement