আন্তর্জাতিক

মোবাইলে পর্ন আসক্তি, ক্ষোভে ছেলের হাত কাটলেন বাবা!

মোবাইল ফোনে অতিরিক্ত পর্ন ও সিনেমা দেখার অভিযোগে কুপিয়ে ছেলের হাত কেটে ফেলেছেন এক বাবা (৪৫)। ১৯ বছর বয়সী ছেলের ফোন আসক্তি কমাতে ব্যর্থ হয়ে রাগের বশে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওই বাবা এ কাজ করেন। মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement

তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সোমবার কাশেম কাইয়ুম কুরেশি নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তেলেঙ্গানার পাহাদি শরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে। মাংস কাটার ছুরি দিয়ে ছেলে খালিদের হাতে যখন আঘাত করা হয়; তখন সে ঘুমিয়ে ছিল।

কাইয়ুম কুরেশি ছেলের ওপর ক্রুদ্ধ ছিলেন। তিনি জানিয়েছেন, পর্ন এবং সিনেমা দেখার কারণে ছেলের স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এর প্রভাব পড়ে তার কাজে। ছেলে খালিদ ক্যাবল অপারেটর হিসেবে একটি কোম্পানিতে কাজ করতো।

Advertisement

কয়েকদিন আগে পর্ন আসক্তি কমাতে ছেলেকে বারবার সতর্ক করে দেন কাইয়ুম কুরেশি। কিন্তু ছেলে তার কথায় কর্ণপাত করেনি।

পুলিশ বলছে, হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/আরআইপি

Advertisement