মুসলিম এবং বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে শ্রীলঙ্কায় ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিদাহাস ত্রিদেশীয় সিরিজ নিয়েও তাই উদ্বেগ ক্রিকেট ভক্তদের। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দাঙ্গার প্রভাব পড়বে না টুর্নামেন্টে। ম্যাচের সূচিতেও কোনো পরিবর্তন আনা হবে না।
Advertisement
বাতাসংস্থা রয়টার্স বলছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশটির ক্যান্ডি জেলায় সোমবার বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পরে। তবে নিদাহাস ট্রফির সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোয়। তাই দাঙ্গা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশলে ডি সিলভা।
ডি সিলভা জানিয়েছেন, ম্যাচের সূচিতেও কোনো পরিবর্তন আনার চিন্তা নেই। তিনি বলেন, ‘ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে। তাই সব কিছু সূচি অনুযায়ী চলবে।’
আজ ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।
Advertisement
এমএমআর/এমএস