যশোরের শার্শায় স্কুলছাত্রী সুমাইয়া জামানের উপর এসিড নিক্ষেপের ঘটনায় শার্শা থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। এদিকে অ্যাসিডদগ্ধ ছাত্রী সুমাইয়াকে যশোর থেকে বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়েছে।শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে জানান, বুধবার রাতেই সুমাইয়ার মা আমিরুন বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অ্যাডিস অপরাধ আইন-২০০২ এ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে শার্শা উপজেলার বাইকোলা গ্রামের শামিম হোসেন, তার বাবা খলিলুর রহমান, আব্দুল জলিল ও তার ছেলে টুটুল। এরমধ্যে পুলিশ খলিলুর রহমানকে ঘটনার পরপরই আটক করেছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া জামানকে দেখতে যান যশোর পুলিশ সুপার আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, উন্নত চিকিৎসার জন্য সুমাইয়া জামানকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।উল্লেখ্য, বুধবার যশোরের শার্শার বাগআঁচড়া এলাকার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া জামানকে বখাটের ছোড়া অ্যাসিড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আরেক স্কুলছাত্রীর মুখমণ্ডল। ওই কিশোরীর প্রতিরোধের কারণে ছোড়া নাইট্রিক অ্যাসিড থেকে কিশোরীর মুখ শুন্য দশমিক ৮৩ শতাংশ ঝলসে গেছে। এরপর তাকে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। মিলন রহমান/এমজেড/এমএস
Advertisement