বিনোদন

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাপ্পী লাহিড়ি

ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী গেল রোববার রাতে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শুধু বক্তৃতা নয়, সংগীতের মাধ্যমেও বিভিন্ন বিষয় জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার, ৭ মার্চে কনসার্টের আয়োজন করেছে। এর লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের সামনে এ মহান নেতার ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরা।’

বাপ্পী লাহিড়ী প্রধানমন্ত্রীকে বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে আমি আমার ক্যারিয়ার শুরু করি। ভারতের এই জনপ্রিয় সংগীতশিল্পী আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে তিনি অংশগ্রহণ করবেন।’

Advertisement

পরে বাপ্পী লাহিড়ী ‘দ্য স্লাম স্টারস অব ইন্ডিয়া’ শীর্ষক তার একটি মিউজিক ভিসিডি প্রধানমন্ত্রীকে উপহার দেন। এ সময় অন্যান্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

এলএ/পিআর