আন্তর্জাতিক

আরও ৩ নারী রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান

রক্ষণশীল বলে পরিচিত ইরান আরও তিন নারী রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে। এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রশাসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন।

Advertisement

রোববার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ রোববার ইরানের জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। আগেই ১৪ জন সংসদ সদস্য তার কাছে ১৬টি প্রশ্ন করেছিলেন।

জাওয়াদ জারিফ বলেন, ‘আমরা এইরমধ্যে মন্ত্রী, মুখপাত্র ও নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছি।’

Advertisement

সূত্র: পার্স টুডে।

এনএফ/জেআইএম