চলতি বছর বাংলাদেশ থেকে হজ গমনেচ্ছুদের ‘আন্তজার্তিক স্বাস্থ্য সনদ’ পরীক্ষা আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে। এসময় রাজধানীসহ দেশের বিভিন্ন নির্ধারিত মেডিকেল কলেজ ও জেলাসদরে চিকিৎসকরা হজযাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক দেশের হাজিকে সৌদি আরব যাওয়ার আগে নিজ দেশ থেকে বাধ্যতামূলকভাবে এ দুই ধরণের টিকা দেয়াসহ চিকিৎসকের দেয়া আন্তজার্তিক স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হয়। ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল ২১ জুলাই হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) সভাপতিকে দেয়া এক চিঠিতে সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও দুই ধরণের টিকা দেয়ার পর স্বাস্থ্য সনদ সংগ্রহ ও তা হজযাত্রীদের কাছে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন। সৌদি আরব রওয়ানার আগে বিমানবন্দরে এ স্বাস্থ্য সনদ প্রদর্শন করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে- স্বাস্থ্য অধিদফতর ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীদের জন্য ৭টি কেন্দ্র (ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়া জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রেখেছেন।অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. আবুল খায়ের মো. শামসুজ্জামান বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে জানান, সরকারি-বেসরকারি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোর্ট (সিএমএসডি) এর মাধ্যমে ইতিমধ্যেই কেনা হয়েছে। তারা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আগামী ২৮ জুলাই থেকে বরাদ্দপত্র অনুযায়ী টিকা বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে পাঠানোর কাজ শুরু হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ৯১ হাজার ৭শ’৫৮ জন যাবে। স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ জাগো নিউজকে জানান, আন্তজার্তিক স্বাস্থ্য সনদ পরীক্ষায় চিকিৎসকরা হজে গমনেচ্ছুরা শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন কিনা, তিনি কোন বড় ধরণের অসুখে ভুগছেন কিনা তা পরীক্ষানিরীক্ষা করবেন। কোন অসুস্থ ব্যক্তিকে হজে পাঠানোর নিয়ম নেই বলে জানান তিনি। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এমইউ/এসএইচএস/আরআইপি
Advertisement