বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে ‘দোভাষি (ফরাসি ভাষা)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীকার্যক্রমের নাম: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমএলাকার নাম: বাংলাদেশ কন্টিনজেন্ট
পদের নাম: দোভাষি (ফরাসি ভাষা)পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ীশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানদক্ষতা: ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: পুরুষবয়স: ২৪-৪৫ বছর
Advertisement
শারীরিক যোগ্যতা: ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবেবেতন: ২৫৩২ মার্কিন ডলারসুবিধাদি: মিশন শেষ হওয়া পর্যন্ত যাবতীয় সুবিধাপ্রাপ্ত হবেন
আবেদনের ঠিকানা: সেনা সদর, জিএস শাখা, ওভারসিজ অপারেশন্স পরিদফতর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০১৮
ডাক্তারি পরীক্ষা: ১২ মার্চ ২০১৮সময়: সকাল ৮টা ৩০ মিনিটস্থান: সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকা
Advertisement
নির্বাচনী পরীক্ষা: ১৩ মার্চ ২০১৮সময়: সকাল ৯টাস্থান: সেনাকুঞ্জ, ঢাকা সেনানিবাস, ঢাকা
সূত্র: ইত্তেফাক, ০৫ মার্চ ২০১৮
এসইউ/জেআইএম