বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৮ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরীর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়। জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
Advertisement
লিখিত বক্তব্যে হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম জানান, আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্যাকেজের সমুদয় টাকা পরিশোধ করতে হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে হজ নিবন্ধন শুরু হবে। চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২০ হাজার হজযাত্রী হজে যাবেন। আর সরকারি পর্যায়ে মোট ৭ হাজার ১৯৮ জন হজযাত্রীসহ চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যেতে পারবেন। হাব মহাসচিব বলেন, ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের বাইরে হজযাত্রীদেরকে নিজস্ব অর্থায়নে (৫০০ রিয়েল) পশু কোরবানি করতে হবে। প্রতিটি হজ এজেন্সিকে কমপক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে হবে। তবে কেউ সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম টাকা নিতে পারবে না।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স হজযাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে ভাড়া বেশি নিচ্ছে অভিযোগ করে তিনি প্রয়োজনে থার্ড ক্যারিয়ার খুলে দেয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্যে হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া চলতি বছর অনুষ্ঠিতব্য পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে মিডিয়াকর্মীদের কাছে অতীতের মতো সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে হাব সহ-সভাপতি ইয়াকুব শরাফতি ও মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় হাব নেতারা উপস্থিত ছিলেন।
Advertisement
এমইউ/আরএস/জেআইএম