আন্তর্জাতিক

জট খুলল জার্মানিতে

গত সেপ্টেম্বরে জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকেই সরকার গঠনে আলোচনা চলছে। জোট গঠনের বিষয়ে এসপিডি শুরুর দিকে আগ্রহ না দেখালেও পরে দলের বামপন্থিদের আপত্তির পরও তারা রাজি হয় আলোচনায় বসতে।

Advertisement

আর সেসব আলোচনার নানা ধাপ পেরিয়ে অবশে জার্মানিতে সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হলো। কারণ,মেরকেলপন্থি রক্ষণশীলদের সঙ্গে জোট মেনে নিয়েছে এসপিডি।

বার্লিনে স্থানীয় সময় রোববার সকালে এসপিডির কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে চার লাখ সদস্যের ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে ৬৬ ভাগ সদস্য জোটের পক্ষে ভোট দিয়েছেন।

ফলে মহাজোট চুক্তি করতে এখন আর কোনো বাধা নেই। জার্মান সংসদ বুন্দেসটাগ মেরকেলকে ১৯তম অধিবেশনের জন্য চ্যান্সেলর নির্বাচিত করবে৷ আগামী ১৪ মার্চ এই ভোট হওয়ার কথা রয়েছে।

Advertisement

সূত্র: ডয়চে ভেলে।

এনএফ/জেআইএম