নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ বিষয়ে সুধী সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মার্চ) অনুষ্ঠিত সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্টটির বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Advertisement
কন্সাল জেনারেল শামীম আহসান সুধী সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনের সূচনা করেন। এ সময় সমাবেশে মঞ্চে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ মোমেন উপস্থিত ছিলেন।
আওয়ামী নেতৃবৃন্দ স্যাটেলাইট উৎক্ষেপণের দিন ফ্লোরিডায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন এবং বিটিআরসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্যাটেলাইট উৎক্ষেপণকে কেন্দ্র করে প্রবাসে যেকোনো ধরনের কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিক সম্মেলনের সময় বিটিআরসি সেক্রেটারি সারোয়ার আলম, ডিসি দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, ট্রেজারার আবুল মনসুর, প্রচার সম্পাদক হাজী এনাম, আইন বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আনেই উপস্থিত ছিলেন।
Advertisement
আরএস/জেআইএম