আন্তর্জাতিক

বন্দি হানিপ্রীতকে দেখতে পর্যটকদের ভিড়

হানিপ্রীতকে এক ঝলক দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে সিমলায়। অবাক হচ্ছেন? না এই হানিপ্রীত ডেরা প্রধান রাম রহিম সিংয়ের কন্যা নয়। এ সিমলার কুফরি চিড়িয়াখানার চিতাবাঘ। চিড়িয়াখানায় নতুন এসেছে সে।

Advertisement

তবে এত নাম থাকতে চিতাবাঘটির নাম হঠাৎ করে হানিপ্রীত রাখা হলো কেন? এখানেই রয়েছে বড় কাহিনী। ঘটনা হলো, যেদিন গুরমিত রাম রহিমে পালিত কন্যা হানিপ্রীতকে পঞ্চকুল্লা থেকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই বন দফতরের জালে ধরা পড়েছিল চিতাবাঘটি। আর সে কারণেই তার নাম রাখা হয় হানিপ্রীত।

সিমলার এই হানিপ্রীত দিনে ৩ কেজি চিকেন খায়। যখন বনকর্মীরা ধরে এনেছিলেন চিতাবাঘটি তখন অন্তঃসত্ত্বা ছিল। চিড়িয়াখানাতেই দুটি শাবকের জন্ম দিয়েছে সে।

সিমলা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এ চিড়িয়াখানা। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। কিন্তু এবারের বিষয়টি কিছুটা আলাদা। আর তার মূলে রয়েছে নাম। চিতাবাঘ হনিপ্রীতকে দেখতে আরও বেশি ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

Advertisement

আরএস/জেআইএম