দেশজুড়ে

আইএস জঙ্গিদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গুলিতে মোসলেহ উদ্দিন (৩০) ও আরিফুর রহমান সিদ্দিক (২৮) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মো. মোসলেহ উদ্দিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আবদুল বাছিরের ছেলে। নিহত আরেক যুবক আরিফুর রহমান সিদ্দিকের বাড়ি বরিশাল জেলায়।মোসলেহ উদ্দিনের বড় ভাই মো. মোতালিব জানান, মোসলেহ উদ্দিন ছোটবেলা থেকেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে তার মামা ওয়াহেদ উল্লাহর বাড়িতে থাকতেন। তিন বছর আগে তিনি লিবিয়ায় যান। সেখানে তিনি স্থানীয় কুফরা সিটিতে বসবাস করতেন। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে ঈদের ছুটিতে মোসলেহ উদ্দিন, বরিশালের আরিফুর রহমান সিদ্দিকসহ চার বন্ধু স্থানীয় নিয়ার আজদাবিয়া এলাকায় বেড়াতে যান। এ সময় আইএস জঙ্গিরা তাদের উপর গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মোসলেহ উদ্দিন ও আরিফুর রহমান সিদ্দিক মারা যান। তাদের বাকি দুই বন্ধু পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেন।এদিকে, মোসলেহ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার ছেলের কথা মনে করে মূর্ছা যাচ্ছেন মা শামছুন্নাহার বেগম। নিহত মোসলেহ উদ্দিনের পরিবারের দাবি, সরকার দ্রুত সময়ের মধ্যে যেন মোসলেহ উদ্দিনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।নাসিরনগরের দাঁতমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, আইএস জঙ্গিদের গুলিতেই মোসলেহ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।# লিবিয়ায় নিহত আরিফুলের বাড়িতে চলছে শোকের মাতমআজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement