নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সদরঘাটে যাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে পোস্তগোলার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় আরেকটি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে।
Advertisement
রোববার ঢাকার সদরঘাটে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌযান চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে ঈদপূর্ব এক প্রস্তুতি সভায় একথা বলেন মন্ত্রী।
বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম এবং লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মো. শহীদ ভূইয়া ও সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হকারমুক্ত করার কাজে অবহেলার জন্য সদরঘাট টার্মিনালে নিয়োজিত পুলিশ, আনসার ও সংশ্লিষ্টদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
Advertisement
তিনি বলেন, লঞ্চ যাত্রীদের সেবার বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যাত্রী হয়রানি বন্ধ, ব্যাগ চুরি ও ঘাটে লেবারদের লাগেজ টানাটানি বন্ধ করতে হবে।
যাত্রীদের দুর্ভোগে না ফেলতে তিনি সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ারও নির্দেশ দেন।
এমইউএইচ/এমবিআর
Advertisement