ব্যালন ডি'অরটা যেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। গত কয়েকটি বছর ধরে ঘুরে ফিরে তাদের হাতেই উঠছে পুরস্কারটি।
Advertisement
তবে এই মেসি-রোনালদোকে হটিয়ে যদি নেইমার ব্যালন ডি'অর জিততে পারেন, তবে এর সঙ্গে বড় অঙ্কের অর্থ পুরস্কারও যোগ হবে ব্রাজিলিয়ান সুপারস্টারের অ্যাকাউন্টে। সে অঙ্কটা কত? এক মিলিয়ন ডলার বা ৭ লক্ষ ২৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে আট কোটি টাকা।
কিন্তু এতগুলো টাকা কে দেবে নেইমারকে? আসলে বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি আছে নেইমারের। তারাই এই চুক্তির একটি অংশে রেখেছে এই লোভনীয় প্রস্তাব, ব্যালন ডি'অর জিতলেই যা কেবল তুলে দেয়া হবে পিএসজি তারকার হাতে।
২০১১ সালে নাইকির সঙ্গে চুক্তি হয় নেইমারের। এই চুক্তিতে এমনিতেই প্রতি বছর ৪০ মিলিয়ন ইউরো (৩৬ মিলিয়ন পাউন্ড) পেয়ে থাকেন তিনি। এই চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্যালন ডি'অর জিততে পারলেই কেবল লোভনীয় অঙ্কের অর্থটা পাবেন নেইমার।
Advertisement
এমএমআর/জেআইএম