জাতীয়

গ্যাসের অপচয় রোধে প্রি-পেইড গ্যাস মিটার

সরকার প্রাকৃতিক গ্যাসের অপচয়রোধে দেশে আরো ২২ দশমিক ৮০ লাখ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।তিনি বলেন, বিভিন্ন হোল্ডিংয়ে গ্যাস ব্যবহারের সময়ে অপচয় রোধে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করবে।তিনি বলেন, গ্রাহকরা প্রি-পেইড গ্যাস মিটার ব্যবহার করে আরো বেশি আর্থিক সুবিধা পাবে। গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এলাকায় ১৫ লাখ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। এর পাশাপাশি কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এলাকায় ৪ দশমিক ৬০ লাখ মিটার স্থাপন করা হবে।জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এক লাখ প্রিপেইড গ্যাস মিটার চালু করবে। এ ছাড়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিও ২ দশমিক ২ লাখ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করবে।তারা আরো বলেন, পাশাপাশি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ঢাকায় ২ লাখ প্রিপেইড গ্যাস মিটার এবং কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রামে ৬০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করবে।জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) দুটি প্রকল্প বাস্তবায়নে অর্থ সহায়তা দেবে বলে জানান তিনি।সরকারি কর্মকর্তারা আরো জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তিতাস এলাকায় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই ৯,১০০ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির প্রাথমিক প্রস্তাব এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এসকেডি/এমআরআই

Advertisement