লাইফস্টাইল

ভালোবাসায় বয়স কতটা জরুরি?

ভালোবাসা অন্ধ। এটি কোনো নিয়ম মেনেও চলে না। ভালোবাসা সঙ্গীর বয়স মেনে হয় না। এটি অনেকটাই পূর্বনির্ধারিত। হতে পারে মেয়েটির বয়স ৩১, ছেলেটির ২৫। কিন্তু তাদের ভেতরে কেমেস্ট্রি অন্য অনেকের তুলনায় চমৎকার হতে পারে। তাদের পরস্পরের ছোঁয়ায় পৃথিবী উজ্জ্বল হয়ে উঠতে পারে। আবার ছেলেটির থেকে মেয়েটি যদি ১০ বছরের ছোট হয়, তবু তাদের ভেতরে সুন্দর সম্পর্ক থাকতে পারে। এখানে প্রশ্ন আসতেই পারে- ভালোবাসায় বয়স কি সত্যিই গুরুত্বপূর্ণ?

Advertisement

আরও পড়ুন : তুমি যাকে ভালোবাসো

পারিবারিকভাবে বিয়ে হয়েছিল রিতা-সৌমিকের। রিতা বললেন, 'আমার স্বামী আমার থেকে পনের বছরের বড়। আমাদের বিয়ের আগেই আত্মীয়-পরিচিতজনেরা আমাদের সম্পর্ক টিকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং নানা রকম মন্তব্য করেন। কিন্তু বিয়ের বিশ বছর পরে এসে আমি এখন নির্ভয়ে বলতে পারি, সম্পর্কে বয়স কেবলই একটি সংখ্যা। বয়সে তরুণ কেউ আচরণে পরিপক্ক হতে পারে আবার বয়স্ক কেউও হতে পারে শিশুসুলভ!'

আরও পড়ুন : কীভাবে বুঝবেন প্রেমিক ছলনা করছে

Advertisement

জয়িতা জানান, তার প্রেমিক তার থেকে পাঁচ বছরের ছোট। তাদের সম্পর্কের বয়স তিন বছর। তিনি বলেন, 'আমি এটা বলবো না যে আমার প্রেমিক আমার থেকে ম্যাচিওর কিন্তু আমরা পরস্পরকে সম্মান করি আমাদের চিন্তাধারা এবং পছন্দের জন্য। এটি আমাদেরকে একে অপরের জন্য উপযুক্ত করে তুলেছে। আর যদি কেউ কাউকে সত্যিই ভালোবাসে, সেখানে বয়স কোনো বাঁধা হতে পারে না।'

এইচএন/এমএস