আন্তর্জাতিক

হোয়াইট হাউসের বাইরে আত্মহত্যা

ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে এক ব্যক্তি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

Advertisement

সংস্থাটি বলছে, স্থানীয় সময় দুপুরের ঠিক আগে পেনসিলভেনিয়া এভিনিউয়ে হোয়াইট হাউসের সীমানার কাছে এসে বন্দুক বের করে কয়েকটি গুলি করেন। গুলিতে অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি যখন গুলি চালান তখন আশপাশে আরও বহু মানুষ ছিলেন। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে গুলির শব্দের পর বহু মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ওয়াশিংটন ডিসি পুলিশ ঘটনার পর পর জানিয়েছিল তাদের ‘ন্যাচারাল ডেথ স্কোয়াড’ ঘটনাস্থলে রয়েছে।

Advertisement

এনবিসি নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জিওফ বেনট বলেছেন, সাংবাদিকরা প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নেন।

ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বর্তমানে ফ্লোরিডা রয়েছেন।

সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউস ঘিরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর সঙ্গে এর নিরাপত্তার বিষয়টি জড়িত।

২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে একটি কার। ওই ঘটনায় ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়।

Advertisement

গত বছরের মার্চে পিপার স্প্রে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউসের আঙিনায় ঢুকে পড়েন। তিনি ১৬ মিনিটের বেশি সময় সেখানে অবস্থান করেন।

সূত্র: বিবিসি।

এনএফ/এমএস