দেশজুড়ে

বাড়ির জায়গা রক্ষা করতে সংবাদ সম্মেলন

চাকরিরত ও অবসরপ্রাপ্ত ১১ পুলিশ সদস্যের দাপটে পিরোজপুর সদরে সাবেক এক বিজিবি সদস্য তার বাড়ি ভূমি থেকে বেদখল হয়েছেন। ওই বিজিবি সদস্য থানা পুলিশ, আদালত ও পৌরসভার দ্বারস্থ হয়েও তার বসত বাড়ির জায়গা রক্ষা করতে পারেননি বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। পিরোজপুর পৌর এলাকার হোরের হাওলা গ্রামের মো. হায়দার আলী শেখ নামের বিজিবির ওই সাবেক সদস্য বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে ও ১৯৮২ সালে তিনি ওই এলাকার মোদাচ্ছের শেখ ও আ. ছোমেদের নিকট থেকে ২৫ শতাংশ ভুমি খরিদ করেন। তিনি রংপুরে চাকরিরত থাকার সুযোগে মোদাচ্ছের শেখের ছেলে পুলিশ সদস্য মো. বাচ্চু শেখ, মো. বাবুল শেখ, ভাগিনা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব হাওলাদারসহ অন্যান্যরা তার জায়গা বেদখল করে সেখানে ইমারত নির্মাণ করতে শুরু করেন। এ ব্যাপারে তিনি পৌরসভায় আপত্তি করলে জানতে পারেন পৌর কর্তৃপক্ষ থেকে যে ভূমির উপর বাড়ি নির্মানের পরিকল্পনা অনুমোদন করিয়েছেন সে জায়গায় বাড়ি নির্মাণ না করে তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। হায়দার আলী অভিযোগ করে বলেন, তিনি তার জায়গা থেকে বেদখল হওয়ার পর পিরোজপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো ফল পাননি। হাসান মামুন/এমজেড/এমআরআই

Advertisement