রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার ম্যাচকে সামনে রেখে নিয়মিত একাদশের ৮ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েই ফ্রেঞ্চ লিগে ট্রয়েসের বিপক্ষে মাঠে নামে প্যারিস সেইন্ট জার্মেই। তুলনামূলক নতুনদের নিয়ে সাজানো একাদশ নিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমেরির দল। ট্রয়েসকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় তারা। মূলত ডি মারিয়ার অসাধারণ ফর্মই ডুবিয়েছে ট্রয়েসকে।
Advertisement
পায়ের ইনজুরির কারণে কমপক্ষে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এমবাপে এবং কাভানির মত ফুটবলারকে মাঠের বাইরে রেখেই এদিন খেলতে নামে পিএসজি। ট্রয়েসের মাঠে প্রথম থেকেই বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে পিএসজি। ডি মারিয়া এবং লো সেলসো অসাধারণ খেলেও গোল করতে ব্যর্থ হন। ফলে প্রথম হাফে ভালো খেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পিএসজি।
দ্বিতীয় অর্ধেই স্বরূপে ফেরে পিএসজি। ম্যাচের ৪৮ মিনিটেই ট্রয়েসের রক্ষণদূর্গ ভাঙেন ডি মারিয়া। ড্রাক্সলারের ডিফেন্স চেরা পাসকে গোলকিপারের উপর দিয়ে জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পিএসজির হয়ে শেষ ৬ ম্যাচে এটি ডি মারিয়ার ৭ম গোল। এই বছরটাও ভালো যাচ্ছে তার। পিএসজির হয়ে ২০১৮ সালে ১১ ম্যাচে ১৪টি গোল এবং ৫টি এসিস্ট করেছেন এই ফুটবলার। পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন পিএসজির ২০ বছর বয়সী স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকু। এই জয়ে লিগে ২৮ ম্যাচে ২৪ জয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি।
আরআর/এমবিআর
Advertisement