জাতীয়

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সুপারিশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সঙ্গে জেলা ও উপজেলা কার্যলয়ের ই-সার্ভিসের সংযোগ স্থাপন কর্মসূচি আরো জোরদার করার সুপারিশ করা হয়।বৈঠক সূত্রে জানান যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও দুস্থ মহিলাদের জন্য প্রদত্ত সেলাই মেশিনগুলো সদর দপ্তরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে প্রদান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল আরো স্বচ্ছতার সাথে প্রদানের জন্য জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে প্রদানের সুপারিশ করা হয়।

Advertisement