বিনোদন

ছায়ানটের সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যা

মহান স্বাধীনতার মাস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যা। শিল্পী শাহীন সামাদের পরিকল্পনা ও পরিচালনায় শুক্রবার 'মুক্তিযুদ্ধের ও গণমানুষের গান' শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছায়ানটের নিজস্ব শিক্ষার্থীরা সম্মেলক গান পরিবেশন করেন।

Advertisement

ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের রচনা আবৃত্তি করেন জয়ন্ত রায়। এরপর ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন তিনটি সম্মেলক গান। প্রথমেই ফজলে খোদার 'এই পলাশ এই কৃষ্ণচূড়া', সুকান্ত ভট্টাচার্যের 'হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ' এবং মোহিনী চৌধুরীর 'মুক্তির মন্দির সোপানতলে' গানগুলো পরিবেশন করা হয়। সবশেষে ছায়ানটের রীতি অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

এমএমজেড/এমএস

Advertisement