মহান মুক্তিযুদ্ধ স্মরণে মুন্সীগঞ্জ শহরে শুক্রবার ‘পতাকা একাত্তর’নামে একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Advertisement
অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, ছয় দফা দাবির বিষয়টি চেতনায় রেখে ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানচিত্র খচিত ১৯৭১ সালের বাংলাদেশের প্রথম পতাকার আদলের ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাসস এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমজেড/এমএস
Advertisement