ব্যাটে-বলে দাপট দেখিয়েই চলেছেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ প্রথমে বল হাতে ৪ উইকেট, পরে ব্যাট হাতে ২১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক। তবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরে গেছে তার দল আবাহনী লিমিটেড।
Advertisement
সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনীকে ৯ রানে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করে ৪ বল বাকি থাকতে ২৪৬ রানে গুটিয়ে গিয়েছিল প্রাইম ব্যাংকের ইনিংস। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রানে থামে আবাহনী।
২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আবাহনী। জাতীয় দলের তিন ব্যাটসম্যান এনামুল হক বিজয় (৫), নাজমুল হাসান শান্ত (৫) আর মোহাম্মদ মিঠুন (০) শুরুতেই ফিরে যান সাজঘরে। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে তারা।
চতুর্থ উইকেটে সাইফ হাসান আর নাসির হোসেন মিলে এই বিপর্যয় সামাল দেন। তারা গড়েন ১২৭ রানের বড় জুটি। একটা সময় তো মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচটা জিতে যাবে আবাহনী। কিন্তু নাসির ৬৫ করে ফেরার পরই যেন মরক লেগে যায় দলটির। মোসাদ্দেক হোসেন আউট হয়ে যান ১৬ রান করে।
Advertisement
এরপর সাইফ হাসানও ৭৫ করে ফিরলে ১৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে আবাহনী। শেষ দিকে মাশরাফি ১ ছক্কায় ২১ বলে ২২ রানের ঝড় তুললেও দলকে জয় এনে দিতে পারেননি। নবম ব্যাটসম্যান হিসেবে যখন মাশরাফি আউট হন, তখন আরও ২৩ রান দরকার আবাহনীর। শেষ উইকেটে তারা যোগ করতে পেরেছে আর ১৩ রান।
প্রাইম ব্যাংকের পক্ষে ৫১ রানে ৪টি উইকেট নিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের ডানহাতি পেসার শরিফুল ইসলাম। ২টি উইকেট দেলোয়ার হোসেনের।
এর আগে আল আমিনের ৮৪ আর জাকির হাসানের ৬২ রানের ইনিংসে ২৪৬ রানের পুঁজি পেয়েছিল প্রাইম ব্যাংক। আবাহনীর পক্ষে মাশরাফি ৪১ রানে ৪টি উইকেট নিলেও দলের হার দেখেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
এমএমআর/পিআর
Advertisement