ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। আর ৭০ হাজার ডলারে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Advertisement
বাংলাদেশের টি-টোয়েন্টির ফেরিওয়ালা সাকিব সিপিএলের শুরুতে খেলেছিলেন বার্বাডোজের হয়ে। প্রথম আসরে বল হাতে চমক দেখান সাকিব আল হাসান। ৮ ম্যাচে নেন ১১ উইকেট। এর মধ্যে এক ম্যাচে রেকর্ড ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। তবে ৬ ইনিংসে ব্যাট হাতে করেন ২২ রান। মাঝে গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহসের দলে। এবার আবার ফিরলেন পুরনো দলে।
সাকিবের বদলি হিসেবে গত আসরে কিছু সময় জ্যামাইকাতে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির হয়ে ৪ ইনিংসে ব্যাট করে করেন ১১ রান। আর বল হাতে ৩ ইনিংসে ১১ ওভার করে নিয়েছিলেন ৩ উইকেট।
বৃহস্পতিবার রাতে লন্ডনে বসেছিল সিপিএলের আসছে আসরের নিলাম। বার্বাডোজে সাকিবের সতীর্থ হচ্ছেন হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডাররা। আর সেন্ট কিটসে রিয়াদ পাচ্ছেন ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, বেন কাটিংয়ের মত তারকা সতীর্থদের।
Advertisement
এমআর/এমএস