স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দিনব্যাপী ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করেছে টিআইবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ বৃহস্পতিবার জামালপুর জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে দিনব্যাপী ভ্রাম্যমাণ তথ্য কেন্দ্র পরিচালনা করে। এসময় বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান নোমান, টিআইবি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, ইয়েস গ্রুপের দলনেতা আবু রায়হান রনি, সহ-দলনেতা মেহেদী হাসান প্রমুখ। ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্রে হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি, কোনো কোনো ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে প্রদান, চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের বিষয়ে তথ্য দেওয়া হয়। শুভ্র মেহেদী/এমজেড/এমআরআই
Advertisement