রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ছয় বছরের মধ্যে তিনি দেশের দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনতে চান। রাজধানী মস্কোতে জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক এক ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।
Advertisement
দেশটির জাতীয় নির্বাচনের আর মাত্র ১৭ দিন বাকি আছে। নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের এটাই শেষ ভাষণ।
চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার প্রধান প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছেন।
পুতিন বলেন, প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি কর্মসংস্থান ও মানুষের আয়ু বাড়াতে চান।
Advertisement
১৮ মার্চের নির্বাচনে রাশিয়ার এই প্রেসিডেন্ট আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেনি। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট প্রার্থীরা একটি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।
সূত্র : বিবিসি।
এসআইএস/পিআর
Advertisement