পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির পর তৃতীয় ও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানির ৫৪ লাখ ৫৩ হাজার ৯০৯টি শেয়ার ৬৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়েছে। এদিন লাফার্জ সুরমার শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১২ লাখ ৫৩ হাজার ৮৯৬টি শেয়ার ৩৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা আরএকে সিরামিকস ৩৯ লাখ ৩৫ হাজার ১১০টি শেয়ার ৩১ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসিআই, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), গ্রামীণফোন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, রেনেটা লি., বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড(বিএসআরএম) এবং ইসলামী ব্যাংক। এসআই/এসএইচএস/এমআরআই
Advertisement