দিনাজপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ জন এতিম কন্যার গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে ৪১তম অভিষেক অনুষ্ঠান ও শিশু নিকেতনে এসব এতিম কন্যার বিয়ের অনুষ্ঠান হয়।
Advertisement
অনুষ্ঠানে প্রথমপর্বে সভাপতিত্ব করেন- লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহম্মেদ ডন ও দ্বিতীয় পর্বে বর্তমান প্রেসিডেন্ট লায়ন জামিল আহাম্মেদ ভোলা।
এতে স্বাগত বক্তব্য রাখেন- লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ডিরেক্টর লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ। ক্লাবের শপথপাঠ করান লায়ন আলহাজ মোকারম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাবের সেক্রেটারি লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিস্ট্রিক গভর্নর (জেলা ৩১৫ এ২,বাংলাদেশ) লায়ন ড, শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লায়ন এমকে বাশার পিএমজেএফ, ফাস্ট ভাইস গভর্নর পিএমজেএফ লায়ন হাবিবা হাসান।
Advertisement
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, লায়ন মো. ফকরুদ্দিন পিএমজেএফ, লায়ন মোজাম্মেল হোসেন পিডিজি, কনভেনশন চেয়ারপার্সন লায়ন আশফাক এ রহমান ও লায়ন একেএম হাসান প্রমুখ।
অনুষ্ঠানে লায়ন ইকবাল আহম্মেদ ডন গং গ্যারেলের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন জামিল আহম্মেদ ভোলাকে ক্লাবের দায়িত্ব অর্পণ করেন। এ সময় লায়ন্স ক্লাব অব দিনাজপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি
Advertisement