ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কমের প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল। বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানা গেছে।
Advertisement
এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর সূর্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী।
নির্বাচনে সহ-সভাপতি পদে ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন, সাংগঠনিক পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ পদে ৯২৬ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি, প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ৭০৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালী ৬৭৩, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি ৫৬৯ ভোট, দফতর সম্পাদক আমিন মোহাম্মদ জুয়েল ৬১৬ ভোট পেয়েছেন।
সদস্য১. সলিম উল্লাহ সেলিম২. গোলাম মোস্তফা ধ্রুব৩. মহিউদ্দিন পলাশ৪. শাহনাজ পারভিন৫. শাকিলা পারভিন৬. জাহিদা পারভেজ ছন্দা৭. ইব্রাহিম খলিল খোকন৮. এ এম শাহজাহান মিয়া৯. অজিত কুমার মহালদার।
Advertisement
এর আগে বুধবার সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সময় এক ঘণ্টা বাড়ায় নির্বাচন কমিশন।
এ নির্বাচনে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে নয় প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার তিন হাজার ২শ’ ৩৩ জন।
বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন।
এইউএ/এআর/এসএইচএস/বিএ
Advertisement