শিক্ষা

আগস্ট পর্যন্ত একাদশে ভর্তি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এখনও প্রায় ১ লাখ ৬ হাজার ৫শ ১১জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। তবে যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন শূন্য রয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।নুরুল ইসলাম নাহিদ বলেন, চতুর্থ দফায় ৮২ হাজার ৫শ ৪৪ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল, তারা সবাই ভর্তি হতে পেরেছে। আর এ পর্যন্ত সব মিলিয়ে ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হয়।শিক্ষামন্ত্রী জানান, এখনও যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন খালি আছে। কাজেই আসন খালি সাপেক্ষে বাকীরা ভর্তি হতে পারবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৫ শ আসনে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।এসআইএস/এমআরআই

Advertisement